গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় পূর্ণিমার জোয়ারে অতিরিক্ত পানিতে তরমুজ চাষীদের ক্ষেত প্লাবিত হয়েছে। এ বছর তরমুজের বাম্পার ফলন হলেও গত দুইদিন ধরে পূর্ণিমার জোয়ারে অতিরিক্ত পানিতে উপজেলার বিভিন্ন জায়গায় ভেড়িবাধের বাহিরে পানিতে চাষীদের তরমুজ ক্ষেত তলিয়ে যাওয়ায় অনেক ক্ষতির সম্মুখিন হন কৃষকরা। কৃষকরা পানির ভিতর থেকে তরমুজ তুলে নিজেদের ক্ষতির হাত থেকে বাঁচার চেষ্টা করছেন।
কিন্তু তরমুজ ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় সেখান থেকে আর তরমুজ বিক্রির আশা করতে পারছেন না কৃষকরা। গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ বলেন, এবছর গলাচিপা উপজেলায় লক্ষমাত্রায় অনুযায়ী ৫ হাজার হেক্টর জমিতে কৃষক তরমুজ চাষ করেছে। শেষ পর্যন্ত সব ঠিক থাকলে তিন“শ কোটি টাকার তরমুজ বিক্রি হবে। গত দুই দিন ধরে নদীতে পানি বৃদ্ধির কারণে ওয়াবদা বেড়িবাঁধের বাইরের কিছু তরমুজসহ রবিশষ্যের ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এতে সব মিলিয়ে এক“শ হেক্টর জমির তরমুজ ক্ষেত ডুবে গেছে। যা টাকার মূল্যে দেড় কোটি টাকার মত হবে। অন্যান্য রবিশষ্যেরও ক্ষতি হয়েছে।