অনলাইন ডেস্ক : জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা রেঞ্জ পুলিশ , খুলনা পিটিসি ও খুলনা জেলা পুলিশ যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে ২০২০ পালন করেছে।
আজকের এই দিনে বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে সেই সকল শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণসহ খুলনা মেট্রোপলিটন পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রি প্রদান করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ-খুলনা রেঞ্জ পুলিশ- পিটিসি খুলনা ও খুলনা জেলা পুলিশের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্্যালি বের হয়। র্্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে এসে শেষ হয়।অতপর খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম-সেবা এঁর নেতৃত্বে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম,উপ-পুলিশ কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন কেএমপির পুলিশ লাইনস্থ স্মৃতি সৌধে ফুলের ঢালি দিয়ে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
অতপর খুলনা রেঞ্জ পুলিশের পক্ষে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলামের নেতৃত্বে খুলনা রেঞ্জ অফিসের পুলিশ সুপার খন্দকার আবু হনা অহিদুল করিম,অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন, সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন কেএমপির পুলিশ লাইনস্থ স্মৃতি সৌধে ফুলের ঢালি দিয়ে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে খুলনা পিসিটির পক্ষ থেকে পিটিসি খুলনার ডেপুটি কমান্ড্যান্ট (অতিঃ ডিআইজি) মো: হাবিবুর রহমান খান কেএমপির পুলিশ লাইনস্থ স্মৃতি সৌধে ফুলের ঢালি দিয়ে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম কেএমপির পুলিশ লাইনস্থ স্মৃতি সৌধে ফুলের ঢালি দিয়ে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।আলোচনা সভায় পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারে যে কোন বিপদে পাসে থাকার আশ্বাস প্রদান করেন।
পরে কেএমপি পুলিশ লাইন্সের ড্রিল সেডে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে আলোচনা সভা,শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা রেঞ্জ পুলিশ, পিটিসি খুলনা ও খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের উপহার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম। অনুষ্ঠানে এসময় অতিরিক্ত খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলাম বিপিএম, পিটিসি খুলনার ডেপুটি কমান্ড্যান্ট (অতিঃ ডিআইজি) মো: হাবিবুর রহমান খান,কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম, খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম, উপ-পুলিশ কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন, ট্রাফিকের এডিসি কামরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিটের উদ্বোধন কর্মকর্তাগণ, সমাজ সেবক, মুক্তিযোদ্ধা ও নিহত পুলিশ সদস্যদের স্বজনরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন।