হোম অন্যান্যসারাদেশ খুলনায় রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করলো পুলিশ

খুলনায় রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করলো পুলিশ

কর্তৃক
০ মন্তব্য 162 ভিউজ

খুলনা অফিস :

খুলনার আড়ংঘটার বকুল তলায় রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত এক বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ ও ছাত্রলীগ নেতা। শুক্রবার নগরীর আড়ংঘাটা থানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

আড়ংঘাটা থানার পুলিশ পরিদর্শক রশিদুল ইসলাম জানান, শুক্রবার রাত দুইটার দিকে স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে। পরে সকালে স্থানীয় আড়ংঘাটার চেয়ারম্যান পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালে খবর দেয়। পরে একটি অ্যাম্বুলেন্স এ করে তাকে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, মানুষ লোকটিকে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পরে। কেউ তার, কাছে যাচ্ছিল না। পরে মহানগর ছাত্রলীগের সহ সভাপতি কামাল হোসেনের সহায়তায় পুলিশ তাকে এ্যাম্বুলেন্স এ করে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। করোনা সন্দেহে ওই বৃদ্ধকে তার নিকটজনরা রাস্তায় ফেলে রেখে গেছে বলে ধারনা করছে পুলিশ। তবে তার নাম-ঠিকানা উদ্ধার করতে পারেনি পুলিশ।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, তাকে হাসপাতালে করোনা সাসপেক্টেড আইসোলেশনে ভর্তি করা হয়েছে। করোনা পরীক্ষার জন্য আগামীকাল তার নমুনা সংগ্রহ করা হবে। তিনি আরো জানান, এই ব্যাক্তির চিকিৎসা খরচ বহন করবে খুলনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন