খুলনা অফিস :
খুলনায় অসহায় পাটকল শ্রমিক ও তাদের পরিবারকে আথির্ক সহায়তার চেক বিতরন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তর সম্মেলন কক্ষে শ্রমিক কল্যাণ তহবিল থেকে খুলনা জেলার ৩৭ জন অসহায় পাটকল শ্রমিক ও তাদের পরিবারের মাঝে ১৬ লাখ ৬৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
এ সময় সিটি মেয়র বলেন, সরকার শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতর্ক রয়েছেন। তিনি বলেন, করোনায় আক্রান্তের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ থেকে মুক্তি পেতে বাসায় থাকতে হবে এবং বার বার হাত ধুতে হবে।
চেক বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সিটি মেয়র খুলনার দৌলতপুর থানার দৌলতপুর ঈদগাহ প্রাঙ্গণে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (জিওবি/ইউএনডিপি/ডিএফআইডি) এর সহযোগিতায় তিনশত ৯০ জন দরিদ্র পরিবারের মাঝে শিশু খাদ্য সহায়তা হিসেবে দুধ, চিনি ও সুজি বিতরণ করেন।
পরে সিটি মেয়র প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (জিওবি/ইউএনডিপি/ডিএফআইডি) এর সহযোগিতায় খালিশপুর থানার খালিশপুর কলেজিয়েট বালিকা বিদ্যালয়ে পাঁচশত ৮৫, খুলনা পাবলিক হল চত্বরে চারশত ৫৫, খুলনা জিলা স্কুলে দুইশত ৬০, খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে একশত ৯৫, এবং নিরালা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে একশত ৩০ জন দরিদ্র পরিবারের মাঝে শিশুখাদ্য সহায়তা হিসেবে দুধ, চিনি ও সুজি বিতরণ করেন।
এছাড়া সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ে চারশত ২৮ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান-এর পক্ষ থেকে খুলনা খালিশপুর চত্বরে ৮ নম্বর ওয়ার্ডের তিনশত কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চালসহ আলু, তেল, ডাল, লবণ, সেমাই ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।