খুলনা অফিস :
খুলনায় পবিত্র রমজানের শুরুতে ইফতার সামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান করেছে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। শুক্রবার আলহাজ্ব জোবায়ের আহমেদ খান ফাউন্ডেশনের সহায়তায় ইস্টার্ন বিল্ডার্স এসোসিয়েটস খানজাহান আলী রোড কার্যালয় ও খুলনা আলিয়া মাদ্রাসা চত্বরে ৩০ ওয়ার্ড এর সকল ইমাম, মোয়াজ্জেম ও কর্মহীন মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময়ে মেয়র মহোদয়ের সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ জাকারিয়া ,৩০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদয় অ্যাডভোকেট ফারুক হোসেন শিহাবউদ্দীন জোয়াদ্দার, খান সাইফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ,শাকিল আহমেদ, আব্দুল হালিম, নাদ্দু,পার্থ বিশ্বাস, শিমুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।