হোম অন্যান্যসারাদেশ খুলনায় দিনে-দুপুরে ১৪ লাখ টাকা ছিনতাই

খুলনায় দিনে-দুপুরে ১৪ লাখ টাকা ছিনতাই

কর্তৃক
০ মন্তব্য 230 ভিউজ

খুলনা অফিস :

খুলনায় দিনে-দুপুরে অস্ত্রের মুখে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে খুলনা জিলা স্কুলের পাশের সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, দুপুর ৩টার দিকে মডার্ন সি ফুডের ১৪ লাখ টাকা ব্যাংক থেকে তুলে ফেরার সময় খুলনা জিলা স্কুলের সামনের সড়কে পৌঁছালে মোটরসাইকেলে দু’জন দুর্বৃত্ত এসে গা‌ড়ির গতিরোধ করে। এরপর সংশ্লিষ্টদের অস্ত্রের মুখে জিম্মি করে গা‌ড়িতে থাকা ১৪ লাখ টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। ছিনতাইয়ের সময় গাড়িতে খুলনার মডার্ন সি ফুডের মা‌লি‌কের ছে‌লে, ম্যানেজার ও কর্মচারি ছিলেন।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, মৌ‌খিকভাবে টাকা ছিনতাইয়ের ঘটনাটি জানার পরে ঘটনাস্থল থেকে সি‌সি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পরীক্ষার চেষ্টা চলছে।

ফুটেজ পাওয়া গেলে ছিনতাইকারীদের শনাক্ত করা সহজ হবে। তবে, এ ঘটনায় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন