খুলনা অফিস :
খুলনার পাইকগাছায় করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রমে কর্মহীন, অসহায় ও ছিন্নমূল পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ভিলেজ পাইকগাছা মাদ্রাসা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৪০টি পরিবারের মাঝে খাদ্য সহয়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, জেলা পরিষদ সদস্য ও আ’লীগ নেতা আঃ মান্নান গাজী, আঃ মজিদ সানা, রেজাউল করিম গাজী, আঃ গনি সরদার,মোজাম্মেল মোড়ল,তৌহিদুর রহমান,সুকুর আলী গাজী,আবুল মনছুর আহম্মেদ, আঃ খালেক গাজী, সুভাষ রায়, আনোয়ার হোসেন মোল্লা, ইউপি সদন্য আজিজুর রহমান লাভলু,
শহিদুল্লাহ সরদার,গাজী রুহুল আমীন,মোতাহার হোসেন, মাদরাসা সুপার হাবিবুর রহমান,হরিপদ সানা বাবু,এসএম শাহাবুদ্দীন, রবিউল গাজী মোজাম সানা,এমএম আজিজুল হাকিম,এসএম মশিয়ার, মনিরুজ্জামান বাচ্চু,হোসনেয়ারা পারভিন বেবি, শফি মোড়ল,শহীদ সরদারসহ নেতৃবৃন্দ। মহামারী করোনা ভাইরাস দুর্যোগকালে পাইকগাছা-কয়রার এমপি আকতারুজ্জামান বাবুর আহবানে সাড়া দিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও দানশীল ব্যক্তিদের আর্থিক সহয়তায় এসব দরিদ্র পরিবারে ৫ কেজি করে চাল,আলু ১ কেজি, তৈল-ডাল ও পেয়াজ ৫শ গ্রাম,১টি সাবান সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়।