হোম অন্যান্যসারাদেশ খুলনার তেরখাদায় সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই দিলেন নিবার্হী কর্মকর্তা

খুলনার তেরখাদায় সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই দিলেন নিবার্হী কর্মকর্তা

কর্তৃক
০ মন্তব্য 180 ভিউজ

খুলনা অফিস :
খুলনার তেরখাদায় করোনার সম্মুখ যোদ্ধা সাংবাদিকদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম-পিপিই প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে করোনা সংক্রমন প্রতিরোধ যুদ্ধে নিয়োজিত সাংবাদিকদের এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মমতাজ বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, সাংবাদিক রাসেল আহমেদ, মোল্যা আজিজুর রহমান, ইমন মোল্যা সহ উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, করোনা প্রতিরোধে সরকারের প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গনমাধ্যম কর্মীরাও দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। সেজন্য চিকিৎসক, পুলিশ, প্রশাসনের কর্মকর্তাদের মতই সাংবাদিকদেরও পিপিই খুবই প্রয়োজন। এর মধ্য দিয়ে সাংবাদিকরা নিরাপদে দেশ ও জাতীর এ দূর্যোগ সময়ে কাজ করতে পারবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন