হোম অন্যান্যসারাদেশ খুলনায় ১৩লাখ টাকা ছিনতাই মামলার আসামি রাজের আদালতে স্বীকারোক্তি

খুলনায় ১৩লাখ টাকা ছিনতাই মামলার আসামি রাজের আদালতে স্বীকারোক্তি

কর্তৃক
০ মন্তব্য 250 ভিউজ

সংকল্প ডেস্কঃ

নগরীর জিলা স্কুলের পাশের সড়কে অস্ত্রের মুখে ব্যবসায়ীর ১৩ লাখ টাকা ছিনতাই মামলার আসামি রাজু জামান রাজ (২৮) আদালতে স্বীকারোকিমুলক জবানবন্দি দিয়েছেন।
ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় বৃহস্পতিবার রাজের দেয়া জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতিকুস সামাদ পিএইচডি রেকর্ড করেছেন। রাজ নগরীর ৪১, শিপইয়ার্ড মেইন রোডস্থ মতিয়াখালি এলাকার মো. ইউনুস হাওলাদারের ছেলে। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ আবু সাঈদ আসামিকে আদালতে হাজির করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ আবু সাঈদ জানান, ১ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে ঢাকা জেলার সাভার থানার হরিণধরা উত্তরপাড়া ট্রেনারী মোড়ের ভাড়া বাসা থেকে রাজকে গ্রেফতার করা হয়। এসময় ছিনতাইয়ের ১লাখ ৫৪হাজার টাকা ও ল্যাপটপসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। স্বীকারোক্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করেছে রাজ। তার দেয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ১২ আগস্ট দুপুরে নগরীর মডার্ণ সী ফুড অফিসের ১৩ লাখ টাকা ব্যাংক থেকে তুলে ফেরার সময়ে জিলা স্কুলের পাশের সড়কে পৌঁছালে মোটর সাইকেলযোগে ছিনতাইকারীরা এসে গাড়ির পথ আটকায়। এরপর আগ্নেয়াস্ত্র তাক করে গাড়িতে থাকা ১৩ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইয়ের সময়ে গাড়িতে মডার্ণ সী ফুডের ম্যানেজার ও কর্মচারী ছিলেন। এঘটনায় মডার্ণ সী ফুড নামের প্রতিষ্ঠানের পক্ষ থেকে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে খুলনা থানায় মামলা দায়ের করা হয় যার নং-১৫।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন