হোম খেলাধুলা কোচদের বদলি খেলোয়াড় হিসেবে রাখল ইংল্যান্ড!

কোচদের বদলি খেলোয়াড় হিসেবে রাখল ইংল্যান্ড!

কর্তৃক Editor
০ মন্তব্য 119 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

ভারত সফরের শেষ টেস্টে ধর্মশালায় মাঠে নেমেছে ইংল্যান্ড। দীর্ঘ সফরের শেষদিকে এসে এখন খেলোয়াড় সংকটে পড়েছে ইংলিশরা। সংকট এতোটাই প্রকট যে অতিরিক্ত ফিল্ডারের তালিকায় কোচদের নাম রাখতে হয়েছে দলটিকে।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ইতোমধ্যেই হেরে গিয়েছে ইংল্যান্ড। নিয়মরক্ষার ম্যাচে বৃহস্পতিবার (৭ মার্চ) ধর্মশালায় মাঠে নেমেছে বেন স্টোকসের দল। তবে এই ম্যাচে অদ্ভুত এক ঘটনা ঘটিয়েছে তারা। ফিল্ডারের সংকট থাকায় দলের দুই সহকারী কোচ পল কলিংউড ও মার্কাস ট্রেসকোথিকের নাম অতিরিক্ত ফিল্ডারের তালিকায় ঢুকিয়েছে তারা।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন মতে, টসের আগে নিয়মানুযায়ী আইসিসির কাছে যে খেলোয়াড় তালিকা দিতে হয়, ধর্মশালা টেস্টের সেই তালিকায় ৪৮ বছর বয়সী ট্রেসকোথিক এবং ৪৭ বছর বয়সী কলিংউডকে বদলি ফিল্ডারের তালিকায় রেখেছে ইংল্যান্ড।

১৭ সদস্যের দল নিয়ে ভারতে এসেছিল ইংল্যান্ড। সেই দলের সদস্যদের মধ্যে রেহান আহমেদ ও জ্যাক লিচ এরই মধ্যে দেশে ফিরে গেছেন। পেসার ওলি রবিনসন অসুস্থতার কারণে প্রথম দিনে হোটেলে থেকে গেছেন, মাঠে যাননি। খেলার মতো প্রস্তুত আছেন শুধু ১৪ জন।

ধর্মশালা টেস্টের একাদশে থাকা শোয়েব বশিরও খুব একটা ভালো অবস্থায় নেই। আবহাওয়ার কারণে বেশ অস্বস্তিতে আছেন এই স্পিনার। তাই পুরো ম্যাচ ফিল্ডিং করাটা তার জন্যও বেশ কঠিন। সব মিলিয়ে টেস্টের মতো লম্বা দৈর্ঘ্যের ক্রিকেটে একাধিক বদলি ফিল্ডারই দরকার ইংল্যান্ডের। খেলোয়াড় দিয়ে সেই প্রয়োজন মেটানো সহজ নয় বিধায় কোচদেরও ঢুকানো হয়েছে বদলি ফিল্ডারের তালিকায়।

নিজেদের ক্রিকেট ক্যারিয়ারে অবশ্য বেশ ভালো ফিল্ডার ছিলেন ট্রেসকোথিক এবং কলিংউড। টেস্ট ক্যারিয়ারে কলিংউড ৬৮ ম্যাচে ৯৬টি ক্যাচ নিয়েছেন। ট্রেসকোথিক ৭৬ টেস্টের ক্যারিয়ারে ৯৫ ক্যাচ নিয়েছিলেন। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে নন-উইকেটকিপারদের ক্যাচের তালিকায় দুজনের অবস্থান সেখানে যথাক্রমে ১২ ও ১৩তম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন