স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরে লকডাউন নিশ্চিতকরণে কঠোর দায়িত্ব পালন করছে প্রশাসন । মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে দেশজুড়ে মঙ্গলবার চলছে ৭ম দিনের কঠোর লকডাউন। মঙ্গলবার লকডাউনে সরকারি নির্দেশনা না মেনে দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । কেশবপুর শহরের ব্যস্ততম সড়কগুলো দেখলেই মনে হবে চলছে কঠোর লকডাউন। গুরুত্বপূর্ণ মোড় গুলোতে প্রশাসনের কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন করছে। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, সহকারি কমিশনার(ভূমি) ইরুফা সুলতানা এবং থানার অফিসার ইনচার্জ(ওসি) জসীমউদ্দীন এর নেতৃত্বে সার্বক্ষনিক মনিটারিং করা হচ্ছে।
মঙ্গলবার লকডাউনে সরকারি নির্দেশনা না মেনে দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । সরকারি নির্দেশনা না মেনে দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী আব্দুল আজিজকে ২শ, আকরাম হোসেনকে ২শ, সঞ্জয় সাহাকে ৫শ, রুহুল কুদ্দুসকে ২শ, মামুন হোসেনকে ৫শ ও জাকির হোসেনকে ৫শ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।