হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে মেয়রের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলামের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে বুধবার সকালে কশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভোগতী নরেন্দ্রপুর এলাকার মনিরুল ইসলামের স্ত্রী মোমতাজ বেগম।

লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম একজন সম্মানিত সামাজিক ও মানবতাবাদী ব্যক্তি। তিনি গভীর চক্রান্তের শিকার হয়ে তার বিরুদ্ধে যশোর বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। পরে তিনি জানতে পারেন আমার মেসার্স জামান ব্রিকস নামক ইটভাটায় আমারই ভাইপো রেজা হাসান সবুজ, ওহিদুজ্জামান ও শহিদদের নের্তৃত্বে কতিপয় দুঃস্কৃতকারী সন্ত্রাসীরা অনধিকার প্রবেশ করে আমাকেসহ ভাটার কর্মচারীদের ওপর হামলা চালিয়ে আহত করে। সন্ত্রাসীরা একটি ট্রাক্টর ইউরো- ৬০ গাড়ি ও অফিসের ক্যাশ বাক্সে থাকা নগদ সাড়ে ৩ লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এ অবস্থায় আমি জ্ঞানশূণ্য হয়ে রোধশক্তি হারায়।

এঘটনায় তিনি একটি কুচক্রীমহলের ইন্ধনে ১৩ মার্চ কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলামের নামে যশোর বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করি। যার নম্বর- কেশবপুর সি. আর ১১২/২২। প্রকৃতপক্ষে, মেয়র রফিকুল ইসলাম কোন প্রকার এ ঘটনার সাথে জড়িত বা সংশ্লিষ্ট ছিলেন না। এটা জ্ঞাত হয়ে ১৬ মে তিনি স্বশরীরে যশোর বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন।

 

 

 

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন