হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে বিএনপি নেতার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার, কেশবপুর (যশোর) :

যশোরের কেশবপুরে শুক্রবার সকালে কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে এবং উপজেলা বিএনপির প্রয়াত নেতা আব্দুল গফফারের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের ডাক বাংলো রোডের বিএনপি কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পৌর বিএনপির উদ্যোগে সংগঠনের সাধারণ স¤পাদক চেয়ারম্যান আলাউদ্দিন আলার সভাপতিত্বে ও ছাত্রদল নেতা হাবিবুর রহমান ইমনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জুলফিকার আলী, যুবদল নেতা গোলাম মোস্তফা, শাহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক শামছুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক জাহাঙ্গীর আলম পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহŸায়ক এনামুল হক ও মেহেদী হাসান সুমন। অনুষ্ঠান শেষে আলতাপোল গ্রামে দাফন করা সাবেক বিএনপি নেতা আব্দুল গফফারের কবর জিয়ারত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন