নিজস্ব প্রতিনিধি কেশবপুর (যশে্ার) :
যশোরের কেশবপুরে কমিউনিস্ট পার্টি, কৃষক সমিতি ও ছাত্র ইউনিয়নের যৌথ উদ্যোগে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।
পীরআলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে ধর্ষকদের শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি যশোর জেলা শাখার সহকারি স¤পাদক অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, জেলা সদস্য কমরেড আব্দুল মজিদ, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড মফিজুর রহমান নান্নু, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতা উত্তম রায় ও কেশবপুর ছাত্র ইউনিয়নের আহ্বায়ক মাজিদুল ইসলাম।