হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মঞ্চ ও পাঠাগার ভাঙচুর অভিযোগ মৎস্য লীগের বিরুদ্ধে 

কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মঞ্চ ও পাঠাগার ভাঙচুর অভিযোগ মৎস্য লীগের বিরুদ্ধে 

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ
স্টাফ রিপোর্টার:
যশোরের কেশবপুরের কলাগাছি বাজারে  বুধবার গভীর রাতে উপজেলার সুফলাকাটি ইউনিয়নে দুষ্কৃতিকারীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে  যুবদল,  স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নির্মিত  মঞ্চ ও পাঠাগার  ভাঙচুর করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনার জন্য উপজেলা মৎস্য লীগের সভাপতি সুফলাকাটি ইউনিয়ন চেয়ারম্যান এস এম মনজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুরে বুধবার গভীর রাতে একদল দুষ্কৃতিকারীরা বিএনপি’র জাতীয় বিপ্লব সংহতি দিবস পালন উপলক্ষে স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী এ কর্মসূচি পালনের প্রস্তুতি গ্রহণ করেছিল। এ উপলক্ষে টাঙ্গানো ব্যানার, টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে। এর সময় দুষ্কৃতিকারীরা কলাগাছি পল্লী উন্নয়ন ক্লাব ও পাঠাগারের ভিতর ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। বর্তমানে বিষয়টি নিয়ে এলাকায় অন্তোস দেখা দিয়েছে।
এ ব্যাপারে সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি জিএম মহির উদ্দিন বলেন, বেশ কিছুদিন ধরে কেশবপুর উপজেলা মৎস্য লীগের সভাপতি এস এম মনজুর রহমান ঘের সংক্রান্ত বিষয় নিয়ে বিএনপির অনেক নেতাকর্মীকে মারপিট করে যখম করে। এ ঘটনা ঘটিয়েও শান্ত হয়নি। তার বাহিনী দিয়ে  ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীকে মারপিট হামলা ভাঙচুর অব্যাহত রেখেছে। অবিলম্বে তাকে আটকের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে কেশবপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) খান শরিফুল ইসলাম বলেন, ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে । এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন