হোম অন্যান্যসারাদেশ কেশবপুরের সাংবাদিক রুহুল কুদ্দুসের ভাই সড়ক দূর্ঘটনায় নিহত, কেশবপুর প্রেসক্লাবের শোক

জয়দেব চক্রবর্ত্তী, কেশবপুর (যশোর) :

কেশবপুরের সাংবাদিক হাজী রুহুল কুদ্দুসের ভাই সোমবার বিকেলে খুলনা চুৃকনগর সড়কের বটতলা নামক স্থানে মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছেন(৩৬)। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কেশবপুর প্রেসক্লাব নের্তৃবৃন্দ।

বির্বৃতি দাতারা হলেন প্রেসক্লাব সভাপতি আশরাফ –উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবত্তৃী, সহসভাপতি আব্দুস সাত্তার মোল্যা, আব্দুল হাই সিদ্দিকী, যুগ্ম সম্পাদক উৎপল দে, কোষাধ্যক্ষ শামসুর রহমান সাংবাদিক নুরুল ইসলাম খান, কে এম কবীর হোসেনসহ নের্তৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন