কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া কসমচ ক্লাবের আয়োজনে ৮ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ২য় খেলা গতকাল বিকাল ৪টায় কুশুলিয়া ফুটবল মাঠে ইশ্বরীপুর স্পোটিং ক্লাব ও কাজলা অভি স্যাটালাইটের মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলায় ইশ্বরীপুর স্পোটিং ক্লাব ১-০ গোলে অভি স্যাটালাইট কে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলাটি পরিচালনা করেন তাপস সরকার, সহকারী সৈয়দ মোমেনুর রহমান, আব্দুর রাশেদ ও শিমুল। খেলাটি ধারা বর্ননায় ছিলেন ইসমাইল হোসেন মিলন ও মিজানুর রহমান।
টুর্নামেন্টের ৩য় খেলা আগামী ১৯ অক্টোবর সাতক্ষীরা কুখরালী ফুটবল একাদশ ও কুশুলিয়া ফুটবল একাডেমীর মধ্যে অনুষ্ঠিত হবে।