হোম চট্টগ্রামকুমিল্লা কুমিল্লা-২,(হোমনা- তিতাস) আসনে আচরন বিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন ও অতিরঞ্জিত করে প্রচার করার দায়ে আওয়ামী লীগের প্রার্থী সেলিমা আহমাদ মেরী সমর্থিত আনিসুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ এর অনুসারী দুইজনকে ১৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এ সময় সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, সোমবার ১১ ডিসেম্বর সন্ধ্যায় রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধি প্রতিপালনের সময় পটকা/বাজি ফুটিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ এর পক্ষে উল্লাস করার দায়ে মহরম আলী আলী নামের এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা এবং সেই তথ্যকে অতিরঞ্জিত করে জনমনে বিভ্রান্তি ছড়ানো সহ নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে উস্কানিমূলক তথ্য প্রচারের দায়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ মেরী এর অনুসারী মো.আনিসুর রহমান ভূইয়াকে ১৫ হাজার টাকা সহ মোট ৩০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জানা যায়, সোমবার ভাষানিয়া ইউনিয়নের মহররম আলী নামের এক প্রবাস ফেরত যুবক ভাষানিয়া ইউনিয়নের কাজিরগাও চৌরাস্তায় চকলেট বাজি ফুটিয়ে আনন্দ উল্লাস করে।এ ঘটনাটিকে অতিরঞ্জিত করে স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন বৈধতা পাওয়া উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে ককটেল বিস্ফোরণ হয়েছে বলে মো. আনিসুর রহমান ভূইয়া নামে এক ফেইজবুক আইডি থেকে পোষ্ট করে।

এব্যাপরে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত তদন্ত শেষে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার দায়ে মহরম আলীকে ১৫ হাজার, ও মিথ্যা তথ্য অতিরঞ্জিত করে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করার দায়ে মো. আনিছুর রহমান ভূইয়াকে ১৫ হাজার মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিনি চাকমা বিষয় টি নিশ্চিত করে জানান নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে দুইজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন