হোম চট্টগ্রামকুমিল্লা কুমিল্লা র‌্যাব-১১, অভিযনে ৮ কেজিসহ গাঁজাসহ একজন গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা র‌্যাব-১১, ব্যাটালিয়ন সদর নারায়ণগঞ্জ’এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১০ ডিসেম্বর রাত প্রায় ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কর অভিযানে ৮ কেজি গাঁজাসহ একটি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিন থানাধীন দুরিবাতগ্রাম গ্রামের জামালের ছেলে মোঃ রনি (৩৬)। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ রনি (৩৬) পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত মোঃ রনি (৩৬) কুমিল্লা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এবিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন