সাইফুল ইসলাম শিশির,কুমিল্লাঃ
কুমিল্লা – সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার বারেরা স্থানে ট্রাকের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হন। স্থানীয়রা দূর্ঘটনাস্থলে নিহত ও আহত অপরজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা জন্য পাঠান।
জানা যায়, রোববার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বারেরা এলাকা ট্রাকের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। অপরদিকে আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা জন্য পাঠানো হয়েছে। নিহত আরোহী হয়েছে রড় ও সিমেন্ট ব্যবসায়ী উপজেলার শিবনগর দক্ষিণ পাড়ার জহিরুল ইসলাম (জারু ড্রাইভারের) বড় ছেলে নিহত নজরুল ইসলাম।পরে ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।