হোম অন্যান্যসারাদেশ কুকুরের তাড়া খেয়ে লোকালয়ে আহত হরিণ

কুকুরের তাড়া খেয়ে লোকালয়ে আহত হরিণ

কর্তৃক
০ মন্তব্য 678 ভিউজ

অনলাইন ডেস্ক :

ভোলার তজুমদ্দিন উপজেলার মধ্য মেঘনার চর জহিরউদ্দিনে কুকুরের তাড়া খেয়ে লোকালয়ে আশ্রয় নেয় একটি আহত হরিণ।

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, বনে পানি সংকট দেখা দেয়ায় বন থেকে বের হয়ে আসা একটি হরিণ স্থানীয় এক ঝাঁক কুকুরের হামলার মুখে পড়ে। তাড়া খেয়ে এটি চরজহিরউদ্দিনের ৩ নং ওয়ার্ডের মো. কামাল হোসেনের বাড়িতে আশ্রয় নেয়।

খবর পেয়ে বনের বিট কর্মকর্তা শাহে আলম ওই বাড়িতে গিয়ে হরিণটিকে উদ্ধার করেন। পরে চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসার পর বিকালে এটি ফের বনে অবমুক্ত করা হয় বলে জানান রেঞ্জ কর্মকর্তা।

এদিকে স্থানীয়রা জানান, প্রতিবছরের মতো এবারও এ মৌসুমে বনে মিঠা পানির সংকট দেখা দেয়। মিঠা পানির জন্যই হরিণ নদী সাঁতরে লোকালয়ে চলে আসে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন