হোম ঢাকাকিশোরগঞ্জ কি‌শোরগ‌ঞ্জে কি‌শোরী‌দের জরায়ু ক্যানসার প্রতি‌রো‌ধে টিকাদান

অনলাইন ডেস্ক:

কিশোরগঞ্জে শুরু হয়েছে কিশোরীদের জরায়ু মুখে ক্যানসার প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন।

রোববার (১৫ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. রাসেল শেখ, সিভিল সার্জন ডা. মো.সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা শিক্ষা অফিসার শামছুন্নাহার মাকছুদা।

সি‌ভিল সার্জন জানান, জেলার ১৩‌টি উপ‌জেলার ১০ থেকে ১৪ বছর বয়সিদের এ টিকা দেয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠা‌নের ১ লাখ ৬৪ হাজার ২৯৮ জন এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১৪ হাজার ১৭৮ জন কিশোরীকে জরায়ু মুখে ক্যানসার প্রতি‌রো‌ধে এইচ‌পি‌ভি টিকা দেয়া হ‌বে। আগামী দুই সপ্তাহ নিবন্ধনের মাধ্যমে জেলার ২৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এই টিকা দান কার্যক্রম চলবে।

এছাড়াও পৌরসভাসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা দেয়া হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন