হোম অন্যান্যসারাদেশ কিশোরগঞ্জে ৩১ জনের নমুনা পরীক্ষা, ৬ জন শনাক্ত

কিশোরগঞ্জে ৩১ জনের নমুনা পরীক্ষা, ৬ জন শনাক্ত

কর্তৃক
০ মন্তব্য 67 ভিউজ
অনলাইন ডেস্ক:

কিশোরগঞ্জে আরও ৬ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৭ জনকে শনাক্ত করা হলো। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ৩১ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। তাদের মধ্যে এই ৬ জনকে করোনা পজেটিভ শনাক্ত করা হয়েছে।কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন শনাক্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার দু’জন,পাকুন্দিয়ার একজন, ইটনা উপজেলার দু’জন ও ভৈরব উপজেলার একজন রয়েছেন। আক্রান্তদের মধ্যে দু’জন নারী, তাদের বয়স ৩০-৬০ এর মধ্যে।

এর আগে জেলার করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়ার একজন মৃত ব্যক্তির নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত হওযার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

কিশোরগঞ্জ সদরের রোগীরা আলোরমেলা ও জেলা সরণী এলাকার। পাকুন্দিয়ার করেনা আক্রান্ত রোগী শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা হোম কোয়ারেন্টিনে ছিলেন। তাদের নিজেদের বাড়িঘরে আলাদা কক্ষে থাকতে বলা হয়েছে। তাদের ব্যাপারে পরবর্তী সময়ে নির্দেশনা দেওয়া হবে।

সিভিল সার্জন জানান, বৃহস্পতিবার পর্যন্ত কিশোরগঞ্জ জেলা থেকে পাঠানো মোট ৮০ জনের নমুনার মধ্যে ৭৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

এছাড়া শুক্রবার নতুন করে ৩৪ জনের নমুনা পরীক্ষার জন্য আইপিএইচে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন