কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে দৈনিক আজকের সারাদিন ও একুশে টাইমস অনলাইন নিউজ পোর্টালের কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি মো. মাইন উদ্দিন (৫৪) কে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ফরিদপুর গ্রামের জায়গা সংক্রান্ত বিরোধের একটি সংবাদ সংগ্রহের সময় তাকে এ প্রাণ নাশের হুমকি দেওয়া হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ মে রোববার বিকেল ২টায় মাইন উদ্দিন উপজেলার ফরিদপুর আনন্দ বাজার সংলগ্ন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী ইকবাল হোসেন ভূঞার গ্রামের বাড়ীতে তার জায়গা জোর জবরদখল করে নেওয়ার অভিযোগ পেয়ে সংবাদ সংগ্রহ করতে যান।
তথ্য সংগ্রহ করার পর আনন্দ বাজার সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুহাম্মদ মুক্তি মাহমুদ খোকার বাগান বাড়ী গিয়ে মুক্তি মাহমুদ খোকাসহ ফরিদপুর নলবাইদ গ্রামের ফজুল করিম ফালু, কামাল হোসেন ও ফরিদপুর গ্রামের মো. সানাউল্লাহ ভূঞার সাথে ইকবাল হোসেন ভূয়ার বাড়ী জোর জবরদখলের বিষয় নিয়ে কথা বলার সময় ইকবাল হোসেন ভূঞার প্রতিপক্ষ মো. ওমর ফারুক ভূঞা (৪৮) ওই বাগান বাড়ীতে গিয়ে সাংবাদিক মাইন উদ্দিনকে প্রকাশ্যে গালি গালাজসহ লাঞ্ছিত করে দেখে নেওয়ার হুমকি দেয়।
ওমর ফারুক বলে, জায়গা দখলের বিষয়ে কোন প্রকার সংবাদ লেখা লেখি করা হলে সাংবাদিক মাঈন উদ্দিনকে প্রথমে হাত পা ভেঙ্গে পরে তাকে খুন করে ফেলবে। পরে লোকজন ওমর ফারুকের হাত থেকে মাইন উদ্দিনকে রক্ষা করে একটি সিএনজিতে তুলে তার বাড়ী পাঠিয়ে দেয়। এর পর থেকে ওমর ফারুক বিভিন্ন লোকজনের মাধ্যমে মাইন উদ্দিনকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে।
এ ঘটনায় সোমবার (৯ মে) বিকেলে সাংবাদিক মাইন উদ্দিন থানায় একটি অভিযোগ নং- ৭৩ দাখিল করেন।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।