মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারি রাস্তা থেকে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ১ সপ্তাহ পেরিয়ে গেলেও কোন ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি উপজেলার মাছিমপুর গ্রামের মৃত আলী আকবরের ছেলে সায়েম মিয়া ও তার সহযোগিরা মিলে বাজরা- ডুমরাকান্দা সড়কের দক্ষিন পার্শ্বের আনুমানিক দেড় লক্ষ টাকার ৩ টি রেন্ট্রি গাছ ও ৩০/৩৫ হাজার টাকা মূল্যের ২ টি শিশু গাছ কেটে ফেলছেন।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভূমি কর্মকর্তা সহ আরো একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, গাছ গুলো দীর্ঘ দিন ধরে সরকারী সড়কের ওপরে দন্ডায়মান ছিলো। হঠাৎ করে গাছ গুলো আর দেখছিনা।
এ ঘটনায় অভিযোগকারী মনির মিয়া বলেন, দুবৃত্তরা সরকারী রাস্তার ওপর থাকা গাছ কেটে নিয়ে গেছে। আমি গ্রামবাসীর পক্ষ থেকে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ করেছি।
সায়েম মিয়া সাংবাদিকদের বলেন, গাছগুলো আমি আমার জমিতে রাস্তার পাশে লাগিয়েছিলাম।
কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসী বলেন, এ বিষয়টির ব্যাপারে আমি অবগত নই।