হোম অন্যান্যসারাদেশ কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জাতীয় মৎস্য পদক ২০২১ অর্জন

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা):

মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ বছর নয় ব্যক্তি-প্রতিষ্ঠানকে স্বর্ণপদক ও ১২ ব্যক্তি-প্রতিষ্ঠানকে রৌপ্যপদক দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। (৩০ আগস্ট) রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এ পদক তুলে দেওয়া হয়। মৎস্য সম্পদ সংরক্ষণ, উন্নয়ন, এবং সম্প্রসারণে অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় মৎস্য পদক-২০২১ পেয়েছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। গত রবিবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাণিসম্পদ মন্ত্রী রেজাউল করিম এর কাছ থেকে পদক গ্রহণ করেন তিনি সহ মৎস্য সেক্টরের বিভিন্ন অবদানের ক্ষেত্রে ২১ জনকে পদক দেওয়া হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ সহ প্রমুখ। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামকে পদক প্রদান করায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এ অসামান্য স্বীকৃতি কাজের উৎসাহ এবং অনুপ্রেরণা বাড়িয়ে দিবে বহুগুণে। এতবড় অর্জনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই সাতক্ষীরা জেলার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান স্যারকে, যাঁর আন্তরিকতা, অসাধারণ নেতৃত্ব, সুযোগ্য ও বিচক্ষণ অভিভাবকের মত পাশে থেকে দিক নির্দেশনা দেওয়ার কারণে যেকোন কাজ করা অত্যন্ত সহজ হয়েছে। ধন্যবাদ জানাই, মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণের প্রতি যাঁদেরকে সবসময় কাছে পেয়েছি, আমার ব্যাচমেট সহকর্মীদের প্রতি যাঁরা সবসময় আমাকে অ‌নুপ্রাণিত করেছেন। বিশেষ কৃতজ্ঞতা জানাই কালিগঞ্জ উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসান, সরদার মোস্তফা শাহিন, মোঃ মোজাম্মেল হক রাসেল এবং বর্তমান উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম মহোদয়কে যাঁদের আন্তরিক সহযোগিতা এবং যোগ্য নির্দেশনার কারণে যেকোনো ইনোভেটিভ কাজ করা অত্যন্ত সহজ হয়েছে।

অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি কালিগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী মহোদয়ের প্রতি যিনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমার অভিভাবকের মতো প্রথম থেকেই পাশে থেকে সকল কাজে সহযোগিতা করেছেন, সবসময় আমাকে অ‌নুপ্রাণিত করেছেন এবং সঠিক পরামর্শ দিয়েছেন। ধন্যবাদ জানাই কালিগঞ্জ উপজেলার জনপ্রতিনিধি বৃন্দ, আমার অফিসের কর্মকর্তা-কর্মচারী, লিফ, অনলাইন ফিশ মার্কেটের উদ্যোক্তা, সাংবাদিকসহ সকলের প্রতি যাঁদের আন্তরিক সহযোগিতার কারণেই মৎস্য দপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা সহজ হয়েছে। আন্তরিক ধন্যবাদ জানাই আমার পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও সকল শুভাকাক্সক্ষীদের প্রতি যাঁদের অ‌নুপ্রেরণা, সহযোগিতা ও দোয়ার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের গ্রামের বাড়ি খুলনা বিভাগের যশোর জেলার মনিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামে। তার পদক গ্রহণের ক্ষেত্রে মৎস্য সম্পদ সংরক্ষণ উন্নয়ন এবং সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অবদান রাখায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন