হোম খুলনাসাতক্ষীরা কালীগঞ্জে নারি কেলেঙ্কারির ঘটনায় শিক্ষক গোলাম রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলা

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালিগঞ্জ উপজেলার বহুল আলোচিত নারি কেলেঙ্কারির হোতা তার সহপাঠী প্রধান শিক্ষকের স্ত্রীর সঙ্গে অসামাজিক কাজে হাতেনাতে ধরা পড়ে গণপিটুনির ঘটনায় ড্যাম রাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস,এম গোলাম রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলা সহ জেলার দূরবর্তী উপজেলায় বদলির নির্দেশ দেয়া হয়েছে। সহকারী শিক্ষক এস, এম গোলাম রহমানের বিরুদ্ধে উপজেলার গোয়ালপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জগবন্ধু রায়ের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক এবং অসামাজিক কার্যকলাপের বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় খুলনা বিভাগীয় উপ-পরিচালক গত ১৭/৯ /২০২০ইং তারিখে ৩৮-০১.৪০০০.০০০.১৯.০৫১.২০-১৭১৯নং Objects প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা মিরপুরে প্রতিবেদন দাখিল করেন।

এর প্রেক্ষিতে প্রাথমিক মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত গত ১/ ১১/ ২০২৩ ই;তারিখে স্বাক্ষরিত ৩৮.০১.০০০.৪০০.১৯.০০৪.২১.৩০৬নং স্মারকে তাকে বিভাগীয় মামলা সহ জেলার দূরবর্তী উপজেলায়বদলি করে মন্ত্রণালয়কে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ২০০১ সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসলে সে সময় সাবেক এম,পি আলহাজ্ব কাজী আলাউদ্দিনের এপিএস হিসেবে কাজ করার সুবাদে মহতপুর কুলিয়া দুর্গাপুর গ্রামে এক নারীকে নিয়ে নানান কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে আলোচিত হয়। ২০১০ সালে বাবা বীর মুক্তিযোদ্ধা হওয়ায় এসএসসি পাসের সুবাদে মুক্তিযোদ্ধার কোটায় বয়স শেষ হবার প্রাক্কালে প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পায়। গোয়ালপোতা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জগবন্ধু স্কুলে যাওয়ার পর হইতে সহকারী শিক্ষক এস,এম গোলাম রহমান স্কুলে যাওয়ার পথে প্রায় স্কুলে না যেয়ে প্রধান শিক্ষক জগবন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় বাসায় অভিসার মিলিত হত। সেই সুবাদে ওই প্রধান শিক্ষকের স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে দু-জনের যুক্তি পরামর্শে চিকিৎসার অজুহাতে প্রধান শিক্ষক জগবন্ধুকে দীর্ঘদিনের জন্য ভারতে পাঠিয়ে দিত। সেই সুবাদে তারা গোপনে জগবন্ধুর বাড়িতে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। বিষয়টি আশপাশের লোকজন জানতে পেরে প্রধান শিক্ষক জগবন্ধুকে জানায়। এ নিয়ে জগবন্ধু ও তার স্ত্রীর সঙ্গে মনের মালিন্য হওয়ার কারণে দু’জনে পৃথকভাবে বসবাস করা শুরু করে। জগবন্ধু দ্বিতীয় তলায় থাকলেও স্ত্রী নিচ তলায় একাকী থাকতো। সেই সুযোগে কত ১৪/ ৬/ ২০২০ ইং তারিখ রাত আনুমান ১২টার সময় লম্পট শিক্ষক এসএম গোলাম রহমান তার স্ত্রীর বাসায় গেলে ওত পেতে থাকা এলাকাবাসী এবং তার Island হাতেনাতে ধরে রাতভর গণপিটুনি দিয়েস্ট্যাম্পে লিখিত নিয়ে থানায় অভিযোগ দিয়ে ছেড়ে দেয়। বিষয়টি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরে উপজেলা শিক্ষা অফিস তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন