কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ডের যানজট নিরসনে দ্বিতীয় দফায় নির্দেশনা প্রদান করলেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চৌকস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী। রবিবার (৮ অক্টোবর) দুপুরে যানজট নিরসনে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উপস্থিততে তিনি অতি ব্যস্ততম সড়কের উপরে বাস, মিনিবাস ও ট্রাকসহ যানবাহন না রাখা, স্ট্যান্ডের শৃঙ্খলা সমুন্নত রাখা, যাত্রী হয়রানী না করাসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এসময়ে কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সড়কে যানজট নিরসনে ৫ দিনের সময় চেয়েছেন ভ্রাম্যমান আদালতের নিকট। যেহেতু কালিগঞ্জ বাসস্ট্যান্ডের জায়গা প্রয়োজনের তুলনায় কম। আবার মূল স্ট্যান্ডে কাদামাটি থাকায় সড়কে যানজট সৃষ্টি হচ্ছে বলে জানান শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী আবু তাহের। এসময় থানা পুলিশ, সাংবাদিক, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।