জাহাঙ্গীর আলম,কালিগঞ্জ:
কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের অফিসের ছাদ ঢালাই কাজ সোমবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, আওয়ামীলীগ নেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দীপালী রাণী ঘোষ, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জী, সাধারন সম্পাদক আব্দুর রউফ রাজা,কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাংবাদিক শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিমসহ ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।