জাহাঙ্গীর আলম (কালিগঞ্জ) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২০ জুলাই সোমবার ১২টায় কিডনি,ক্যান্সার, লিভার জন্ডিস ও স্টোক জনিত রোগীদের মাঝে সরকারি অনুদান প্রদান করা হয়। কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাঈদ মেহেদী।
তিনি বলেন- অসহায় পরিবারদের উদ্দেশ্যে ক্যান্সার, হৃদয় রোগ, কিডনী,লিভার জন্ডিস, আক্রান্ত রোগীরা ধুঁকে ধুঁকে মারা যায়। তেমনি তার পরিবার ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে। সমাজসেবা অফিসের সকল অসহায় ক্যান্সার, কিডনী,স্টক, হৃদয় রোগ, এবং লিভার সিরোসিস রোগে আক্রান্ত গরীব অসহায় ২০ টি পরিবারে এককালীন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা চেক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় বাস্তবায়ন করছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আরোও উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসের ফিল্ড অফিসার মকবুল হোসেন, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ ওহিদুল রহমান ছোট ও সাংবাদিকবৃন্দ।