কালিগঞ্জ প্রতিনিধি :
বৃহস্পতিবার দুপুর ১২টায় কালিগঞ্জের মৌতলা বাস স্ট্যান্ড ও বালিয়াডাঙ্গা বাজারে করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মাস্ক পরিধান অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান না করায় সাধারণ মানুষকে মাস্ক পড়তে বাধ্য করান বিজ্ঞ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সিফাত উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের ব্যতিক্রমধর্মী উদ্যোগে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার না করা জনসাধারণকে ভ্রাম্যমাণ মাস্ক বিক্রয়ের দোকান হতে তিন স্তর বিশিষ্ঠ কাপড়ের মাস্ক কিনে পড়তে বাধ্য করান নির্বাহী ম্যাজিস্ট্রেট।