নিজস্ব প্রতিনিধি:
ক্ষেতের পাকা ধান তুলতে না পেরে দিষেহারা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। রবিবার সকালে কাজী হাশিম উদ্দীন।(হিমেল) এর নেতৃত্বে সাতক্ষীরা শহরের মধুমাল্লারডাংগী, সরদারপাড়া এলাকার জমি মালিক আবু তালেবের ২ বিঘা জমির পাকা ধান কেটে দেন তারা । এসময় ধান কাটায় আরও সহায়তা করেন পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পদক জাহিদ হাসান,সাবেক সাংগঠনিক সম্পাদক মাফুজ আলী সুজন, সৈয়দ রহিত মোসলেম,জি,এম ফরহাদ,শেখ শীতল,শেখ শারিফ রহমান শোভন,আরিফুল ইসলাম ইমন,আশিকুজামান ঊষা,শেখ আহমেদ মাশরুক অন্তুু,মোঃ ইকরামুল,মোঃ আকাশ খান ইমু,আব্দুর রহিম,মোঃ রুহুল আমিন,সাকিব হোসেন সাগর,রেজওয়ান আহমেদ রিফাত,এমামুল আশেকীন হিমেল প্রমুখ।