হোম অন্যান্যসারাদেশ কাউখালীতে সংক্রমক রোগ নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

কাউখালীতে সংক্রমক রোগ নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

কর্তৃক
০ মন্তব্য 166 ভিউজ

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইনে ৫ জনকে ৯ হাজার ৫শত ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৮ মে) শহরে দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ খালেদা খাতুন রেখা এই জরিমানা করেন।
অভিযানে মানিক তালুকদারকে ৫হাজার টাকা, আলী হোসেনকে ২ হাজার, ছাইদুর রহমানকে ৫শত, গণেশ দাসকে ২ হাজার, রবিউলকে ৫০ টাকা জরিমান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ খালেদা খাতুন রেখা বলেন, সোমবার সকালে শহরের দক্ষিণ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় সামাজিক দূরত্ব না মানা ও মাক্স ব্যবহার না করার অপরাধে ৫ জনকে ৯ হাজার ৫শত ৫০ টাকা জরিমান করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রম রোধে সামজিক দূরত্ব বজায় রাখা, বাজার নিয়ন্ত্রণ ও মানুষকে ঘরে রাখতে প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন