কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যদের অভিযানে ৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি।
কাকডাঙ্গা বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, বুধবার(৪ নভেম্বর) সন্ধ্যায় কাকডাঙ্গা বিওপি’র কমান্ডার নুর আলমের নেতৃতে সঙ্গীয় জোয়নদেও সহায়তায় সীমান্তে টহলকালে ভাদিয়ালী রাজ্জাকের মোড় এলাকায় এক চোরাকারবারীকে ধাওয়া করা হয়।
এক পর্যায়ে চোরাকারবারী ৮৬ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত ৮৬ বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য ৫১ হাজার ৬০০ টাকা বলে জানা যায়।’