হোম অন্যান্যসারাদেশ কলারোয়া পৌরসদরে দিনের বেলায় চুরি।। নগদ অর্থসহ সোনার গহনা খোঁয়া

কলারোয়া পৌরসদরে দিনের বেলায় চুরি।। নগদ অর্থসহ সোনার গহনা খোঁয়া

কর্তৃক
০ মন্তব্য 314 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি :
কলারোয়া পৌরসদরে দিনের বেলায় একটি ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে, পৌরসদরের তুলশিডাঙ্গা সরকারি খাদ্য গুদাম সংলগ্ন জনবসতিপূর্ন এলাকায়। ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, টালির ছাউনি বাড়ির টালি খুলে চোরেরা ভিতরে প্রবেশ করে নগদ প্রায় ৫০ হাজার টাকা ও ৮ ভরি সোনার গহনাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়।

সোমবার (২০ জুলাই) দুপুরে পৌর সদরের সরকারি খাদ্য গোডাউন এলাকায় তুলশীডাঙ্গা ১নং ওয়ার্ডে সাংবাদিক প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকীর বাড়িতে ওই চুরির ঘটনাটি ঘটে বলে জানা যায়। ক্ষতিগ্রস্ত প্রভাষক ফারুকী কলারোয়া থানা জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বও পালন করেন।

তিনি জানান, ‘সোমবার দুপুর আনুমানিক ২টা থেকে আড়াইটার দিকে স্ত্রী-সন্তানদের নিয়ে মোটরসাইকেলযোগে আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রন রক্ষা করতে যান। সেখান থেকে বিকেল ৪টা/সাড়ে ৪টার দিকে বাড়িতে ফিরে এসে ঘরে ঢুকে দেখেন ছাউনির টালি ও সিলিং খোলা, ঘর তছনছ করা এবং আলমারির তালা ভাঙা। তার কর্মস্থল মাদরাসার এতিমখানা ও মসজিদের টাকাসহ নিজের প্রায় ৫০ হাজার টাকা, নিজের স্ত্রী ও ছোট ভাইয়ের প্রায় ৮ ভরি সোনার গহনা পাওয়া যাচ্ছে না।’

তিনি আরো জানান, ‘কলারোয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বুরহান উদ্দিনসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন