হোম অন্যান্যসারাদেশ কলারোয়া পাবলিক ইন্সটিটিউটে নবনির্বাচিত কর্মকর্তাদের প্রথম সভা অনুষ্ঠিত

কলারোয়া পাবলিক ইন্সটিটিউটে নবনির্বাচিত কর্মকর্তাদের প্রথম সভা অনুষ্ঠিত

কর্তৃক
০ মন্তব্য 110 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া :

কলারোয়া পাবলিক ইন্সটিটিউট’র নবনির্বাচিত কর্মকর্তাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১১জুলাই) বেলা ১১টার দিকে ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি শেখ সহিদুল ইসলাম। কপাই সাধারণ সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজার পরিচালনায় সামাজিক দূরত্ব বজায় রেখে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহ সভাপতি পৌর মেয়র(ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব,পাঠাগার সম্পাদক মাস্টার আব্দুর রহমান,সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম,

দপ্তর সম্পাদক ফারুক হোসেন স্বপন,প্রচার সম্পাদক শাহাদাৎ হোসেন শ্যামল,ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল্লা,মহিলা সম্পাদিকা শিক্ষিকা তহমিনা পারভীন লিলি, সাবেক সভাপতি কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন,কার্যনির্বাহী সদস্য প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান,কার্যনির্বাহী সদস্য অধ্যাপক রামাকান্ত সরকার, কার্যনির্বাহী সদস্য শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ,কার্যনির্বাহী সদস্য অধ্যাপক শাহাদাৎ হোসেন,কার্যনির্বাহী সদস্য অনুপ কুমার ঘোষসহ কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, সমাজকল্যাণ,সাংস্কৃতিক ও খেলাধুলার প্রত্যয়ে কপাই’র প্রথম সভায় নবনির্বাচিত কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময়,ব্যাংক হিসাব পরিচালনার জন্য স্বাক্ষর পরিবর্তন,বিভাগীয় বাজেট তৈরী,বার্ষিক কর্মপরিকল্পনা ও শোকা প্রস্তাব গ্রহনসহ বিবিধ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

সবশেষে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক রফিকুল ইসলাম আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন করেন। এদিকে কপাই নবনির্বাচিত সভাপতি সহিদুল ইসলাম বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন