দীপক শেঠ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়ায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২১’ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, সাবেক ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আ: রব, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও প্রতিনিধিবৃন্দ। সভায়, সার্বিক বিবেচনায় আগামী জানুয়ারী’তে-২২’ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহনে জাতীয় ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানা যায়।