হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষা শীর্ষক মতবিনিময় সভা

কলারোয়ায় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষা শীর্ষক মতবিনিময় সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 194 ভিউজ

কলারোয়া প্রতিনিধি:

কলারোয়ায় ইনসিডিন বাংলাদেশ’র আয়োজনে শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহারের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার শোভা রায়, ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, মনিরুল ইসলাম মনিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি, জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য, শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষা শীর্ষক, মানব পাচার প্রতিরোধ কমিটির কর্ম-পরিধির সুযোগ ও চ্যালেঞ্জ বিষয়ে বক্তরা সভায় গুরুত্বআরোপ করেন বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন