হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় শিক্ষকদের ওয়াশ কার্যক্রম ও ফান্ড বিষয়ক কর্মশালা

দীপক শেঠ,কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধিঃ  

কলারোয়ায় ওয়াশ কার্যক্রমে শিক্ষকদের ভূমিকা ও ওয়াশ ফান্ড বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং আমাদের কলারোয়া প্রকল্প ও ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয। মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মাধ্যমিক শিক্ষা অফিস কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ।  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। অন্যান্যের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) এস,এম, সোহরাওয়ার্দী হোসেন, প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক সাংবাদিক আনিছুর রহমান,  শিক্ষক শেখ শাহাজাহান আলি শাহিন, নাজনীন হাসিনা, সহকারী সুপার মোঃ আয়নুদ্দীন আহমেদসহ সূধিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প ব্যবস্থাপক আয়ুব আলী। সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ স্ব – স্ব এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার – পরিচ্ছন্নতার উপর গুরুত্ব আরোপ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন