দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ায় মুসলিম এইড বাংলাদেশ ক্ষুদ্র ঋণ কর্মসূচীর উদ্যোগে ”কোভিড-১৯’র প্রভাবে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জরুরী খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫জুন) কার্যালয় চত্ত্বরে বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। অনুষ্ঠানে রিজিওনাল একাউন্টেন্ট এন্ড এমআইএস অফিসার মো: অহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ইঞ্জিনিয়ার ওজিহুর রহমান,সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন- ব্রাঞ্চ ম্যানেজার রবিউল ইসলাম। উল্লেখ্য, ৭৬১জন পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ১১৬ জন পরিবারের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানা যায়।