দীপক শেঠ,কলারোয়া :
কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান না করা ও বাসের যাত্রীদের নিরাপদ দূরত্ব বজায় না রাখার জন্য কয়েকজনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) বিকেলে পৌরসদরের তুলসীডাঙ্গা গোডাউন মোড় সংলগ্ন এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন থানা পুলিশের কর্মকর্তাসহ সদস্যবৃন্দ।
আদালত পরিচালনাকালে মোটরসাইকেল, ভ্যান, বাই-সাইকেলসহ বিভিন্ন যানবাহনে চলাচল ব্যক্তিদের মাস্ক ব্যবহার নিশ্চিত করার সাথে সাথে মাস্কবিহীন কয়েকজনকে জরিমানা করা হয়। মাস্ক না থাকা ব্যক্তিদের তাৎক্ষনিকভাবে পাশের দোকান থেকে মাস্ক ক্রয় করে পরিধান করিয়ে সচেতন বরা হয়।
একই সময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন, যশোর-সাতক্ষীরা মহাসড়কে চলাচলকারী বাস থামিয়ে বাসের ভিতরে সিটে বসা যাত্রীরা নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন কিনা সেটিও নিরীক্ষণ করেন। উল্লেখ্য,সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের নির্দেশনায় কলারোয়ায় চলমান ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে সূত্র জানায়।