কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে কালীগঞ্জ প্রাইমারী শিক্ষক একাদশ জয়ী হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয় কলারোয়া প্রাইমারী শিক্ষক একাদশ বনাম কালীগঞ্জ প্রাইমারী শিক্ষক একাদশ। খেলার শুরুতেই টসে জয়লাভ করে কালীগঞ্জ প্রাইমারী শিক্ষক একাদশ ব্যাট করতে নেমে নিধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করে। দলের পক্ষে শফিকুল ৫৪, ইমরান ৩১, মহাসিন ২৫, মোস্তাফিজুর ও জহুরুল ১৫ রান সংগ্রহ করে। কলারোয়ার পক্ষে বোলিং রান ৪ ও অধিনায়ক মিলন ৩ উইকেট লাভ করে।
জবাবে কলারোয়া প্রাইমারী শিক্ষক একাদশ ২৪২ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে। ফলে কালীগঞ্জ প্রাইমারী শিক্ষক একাদশ ৪৬ রানে জয়লাভ করে। সেরা বোলার রনি, সেরা ব্যাটস ম্যান শফিকুল ইসলাম ও ম্যান অব দ্যা ম্যাস কলারোয়ার রনি। খোলাটি পরিচালনা করেন মাস্টার অনুপ কুমার ঘোষ, মাস্টার মিজানুর রহমান। স্কোরারের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর হোসেন। ধারাভাষ্যে ছিলেন মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন ও প্রধান শিক্ষক আসাদুর রহমান সেন্টু।
প্রীতি ক্রিকেট ম্যাচের শুরুতেই খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করে খোলাটি উপভোগ করেন কলারোয়া উপজেলা শিক্ষা অফিসার রুহুল কুদ্দুছ তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার মাহাদি আল মাসউদ, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, কালীগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলার সহকারি শিক্ষা অফিসার হুমায়ন কবির, বিআরডিবি চেয়ারম্যান মশিয়ার রহমান, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, রিপোটার্স ক্লাব সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সিনিয়র সাংবাদিক সহকারি অধ্যাপক আনিছুর রহমান, এ্যাড: কাজী হাবিব, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, প্রধান শিক্ষক পারুল আখতারসহ শিক্ষক ও ক্রীড়া প্রেমী দর্শকবৃন্দ। খেলা শেষে জয়ী দলকে পুরস্কৃত করা হয়।
s