দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি :
কলারোয়া থানা পুলিশি অভিযানে একাধিক মামলার আসামী গোলাম হোসেন(৩৫)কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ডাকাতি,ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বুরহান উদ্দীনের নেতৃত্বে এসআই(নি:)ইস্রাফলি হোসেনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় রোববার (১৯জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভাধীন গোপীনাথপুর এলাকা থেকে একাধিক মামলার আসামী গোলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গোলাম হোসেন ওরফে গোলাম পৌরসভার গোপীনাথপুর গ্রামের মৃত: বজলুর রহমানের ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল গীয়াস একাধিক মামলার আসামী গোলমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতকে সোমবার(২০জুলাই) সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।