হোম অন্যান্যশিক্ষা কলারোয়ায় কাঁকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘নতুন ভবন’ উদ্বোধন

কলারোয়ায় কাঁকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘নতুন ভবন’ উদ্বোধন

কর্তৃক
০ মন্তব্য 182 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি :
কলারোয়ায় ৪১ নং কাঁকাডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘নতুন ভবন’ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালেয়র হলরুমে উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা।

সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দীনের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, উপজেলা প্রকৌশলী নাজমুল হক। প্রভাষক সানোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র,আ’লীগ নেতা মারুফ হোসেন, শাহিনুর রহমান, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য ইয়ার আলী,প্রধান শিক্ষিকা মাসুমা পারভীন,সাংবাদিক আকবর আলীসহ শিক্ষক ও সূধিবৃন্দ। উল্লেখ্য, বিদ্যালয়ের চাহিদা ভিত্তিক অবকাঠামো নির্মাণ প্রকল্পের ৭৬ লাখ ৮৮ হাজার ৫শ’ টাকা ব্যায়ে ভবনটি নির্মিত হয়েছে বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন