কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষিই সমৃদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সোমবার(৯ মে) সকালে পৌরসভাধীন গোপীনাথপুর মাঠে ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিবিদ নুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার খালিদ সাইফুল্লাহ, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আবির হোসেন, লুৎফর রহমান, সমীর কুমার ঘোষ,কবির হোসেন, এসএপিপিও জিয়াইল হক সহ জনপ্রতিনিধি, প্রান্তিক কৃষকবৃন্দ, সাংবাদিক ও সূধিবৃন্দ।
উল্লেখ্য, ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় ৫০ একর বোরো ধানের সমলয় চাষাবাদ এর ব্লক প্রদর্শনীতে ওই কার্যক্রম পরিচালনা করা হয়। এ ছাড়া, ৬৭ জন কৃষকের ৫০ একর জমিতে ট্রেতে বীজ বপন, রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে চারা রোপন, সার সরবরাহ সহ ধান কর্তন করা হয়েছে বলে জানা যায়।