কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় আ’লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হযেছে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শনিবার(৪ মে) বিকালে সরকারি হাইস্কুল মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে অসংখ্য প্রতিবাদী দলীয় নেতা- কর্মীদের উপস্থিতে শ্রোগানে শ্লোগানে মুখরিত বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
উপজেলা আ’লীগের সহ সভাপতি ওয়াদুদ ঢালির সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মফে, আফজাল হোসেন হাবিল, আ’লীগ নেতা সরদার আমজাদ হোসেন, সহিদুল ইসলাম, কপাই সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, মাস্টার জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিরর জাহাঙ্গীর হোসেন, রফিকুল ইসলাম, আকিমুদ্দীন আকি,মেজবাহ উদ্দীন নিলু, দিতি খাতুন, সাবেক ছাত্রলীগ নেতা হারুন অর রশিদ, স্বেচ্ছা সেবকলীগ নেতা আশিকুর রহমান মুন্না সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীবৃন্দ। সমাবেশটি পরিচালনা করেন উপজেলা যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম।