হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসরকালীন সুবিধা প্রদান

কলারোয়া প্রতিনিধি:

কলারোয়া মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসরকালীন সুবিধা প্রদান করা হয়েছে। রবিবার (৬জুন) সকাল ১১ টায় শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষকদের অবসর ভাতা প্রদান করা হয়। অনাড়ম্বর অবসরকালিন সুবিধা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লি:’র সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি ছিলেন কল্যান সমিতির সাবেক সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সাবেক সভাপতি প্রধান শিক্ষক শামছুল হক, কল্যাণ সমিতিরি সহ-সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিন।

কল্যাণ সমিতির সাধারন সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, শিক্ষক নেতা প্রেসক্লাব সভাপতি দীপক শেঠ,কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক আব্দুল করিম, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, শিক্ষক নেতা সাংবাদিক শামসুর রহমান লাল্টু, শিক্ষিকা শাহানাজ পারভিন, হাবিবুল্লাহ খান, অফিস সহকারী আব্দুল জলিলসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে অবসরকালিন সুবিধা গ্রহনকারীরা হলেন কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাবেক ইউপি চেয়ারম্যান শওকত আলী,কুশোডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ ও কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শাহানাজ পারভীন। অবসরকালীন সুবিধা গ্রহনকারী ৩ শিক্ষককে মোট ১ লাখ ৮৯ হাজার ৮৫৯ টাকা প্রদান করা হয়েছে বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন