কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ার সোনাবাড়িয়ায় ধান ঝাড়ার মেশিনে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের অকাল মৃত্যু হয়েছে। মৃত কৃষক আরিজুল ইসলাম(৫৫)।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(১৭ মে) বিকাল ৪ টার দিকে উপজেলার সীমান্তবর্তী দক্ষিন সোনাবাড়িয়া গ্রামে। ওই গ্রামের মৃত আব্দুল মেড়লের পুত্র আরিজুল ইসলাম নিজ বাড়িতে ধান ঝাড়তে যেয়ে মেশিন বিদ্যুতায়িত হওয়ায় বিপত্তিটা ঘটে যায়। তাৎক্ষনিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট আরিজুলকে চিকিৎসা নিতে কলারোয়া সরকারি হাসপাাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।
স্থানীয় ইউপি সদস্য নূরুল ইসলাম বিষয়টি সত্য জানিয়ে মৃতের স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যান সন্তান রয়েছে বলে জানান। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে দুঃখ প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।