হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার উত্তর সোনাবাড়ীয়ায় নব নির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

কলারোয়া (সাতক্ষীর) প্রতিনিধি :

কলারোয়ার উত্তর সোনাবাড়ীয়ায় নব নির্মিত কমিউনিটি ক্লিনিকের ভবন উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নের উত্তর সোনাবাড়ীয়ার (মাদরা মাস্টার পাড়ায়) সোমবার দুপুরে নবনির্মিত ওই কমিউনিটি ক্লিনিক ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার মাহবুবুর রহমান সান্টু।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আন্যান্যদের মধ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা বেনজির হোসেন হেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম মনি, পরিবার পরিকল্পনা পরিদর্শক আরবী হাবিবী , স্বাস্থ্য সহকারী (এইচএ) নাহিদ আশরাফী, জমিদাতা মুনতাজ আলী মাস্টার শওকত আলী, আনছার আলী, আকবর আলীসহ গণ্যমান্যব্যক্তিবর্গ। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন, নব নির্মিত কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মাহাফুজুল ইসলাম।

উল্লেখ্য, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৮ শতক জমির উপর নতুন ওই ভবনটি নির্মাণ করা হয়েছে বলে জানা যায়। প্রত্যন্ত অঞ্চলের মানুষ নতুন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহন করার সুযোগে আনন্দ প্রকাশ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন