হোম অন্যান্যসারাদেশ কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ১২টি ইউনিয়ন পরিষদে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ১২টি ইউনিয়ন পরিষদে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 219 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি :

কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউপি চেয়ারম্যানদের মাঝে পিপিই,হ্যান্ড গ্লোবস,মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়েছে । করোনা ভাইরাস প্রতিরোধে রোববার (২৮জুন) বেলা ২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই সকল সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তা। সামাজিক দূরত্ব বজায় রেখে পৃথক সময়ে উপস্থিত থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহন করেন ইউপি চেয়ারম্যান রবিউল হাসান,ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে,ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল,ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি,ইউপি চেয়ারম্যান ইমরান হোসেনসহ অনান্য ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ। উল্লেখ্য, করোনা ভাইরাস মোকাবেলায় নিজেকে সুরক্ষিত রেখে প্রয়োজনীয় সময়ে ইউনিয়নবাসির পাশে দাঁড়ানোর লক্ষ্যে ১২টি ইউনিয়ন পরিষদে ওই সকল সামগ্রী প্রদান করা হয়েছে বলে জানা যায়। অতিথিবৃন্দ সামাজিক দূরত্ব বজায় রেখে, সরকারী নির্দেশনা অনুযায়ী সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন